Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৩

ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে এ আবেদন করা হয়েছে। একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া ড. ইউনূস যেন বিদেশ যেতে না পারে সে বিষয়েও আবেদন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তাদের বিরুদ্ধে সাজার রায় দেন। তাদের শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ড. ইউনূস সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর