Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বাঘাইছড়িতে ইউপিডিএফে’র দু’জনকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৬

রাঙ্গামাটি: দু’টি পৃথক ঘটনায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৬ কর্মী নিহতের পর এবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে একই সংগঠনের দুই জনকে গুলি করে খুন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার ব্রিজপাড়ায় এই খুনের ঘটনা ঘটে।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আশীষ চাকমা ও দীপায়ন চাকমা নামে ইউপিডিএফের দুই জনকে খুন করেছে দুবৃর্ত্তরা। তারা ইউপিডিএফের প্রসিত গ্রুপের সদস্য ছিলেন। আমি ঘটনাস্থলে আছি।’

নিহতের খবর নিশ্চিত করে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘মাচালংয়ে আমাদের পার্টির দুই জন সদস্য মারা গেছেন। নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। আমরা বিবৃতিতে ঘটনা তুলে ধরব।’

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, ‘বাঘাইছড়ির মাচালং এলাকায় দুজন নিহতের খবর শুনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা হবে এবং ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করা হবে।’

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের ৪ নেতাকে হত্যা করা হয়। দেড় মাসের মাথায় চলতি বছরের ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দু’জনকে হত্যা করা হয়েছিল।

সর্বশেষ আজ ৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আরও দুইজন খুন হলেন ইউপিডিএফের।

সারাবাংলা/এমও

ইউপিডিএফ গুলি করে হত্যা টপ নিউজ বাঘাইছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর