Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবন ঘুরে দেখলেন বিদেশি মিশন প্রধানদের স্ত্রীরা

স্পেশাল করসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪১

ঢাকা: বিদেশি মিশন প্রধানদের স্পাউজরা জাতীয় সংসদ ভবনের গোল চত্ত্বর, লাইব্রেরি, অধিবেশন কক্ষ এবং নর্থ প্লাজা ঘুরে দেখেছেন। এসময় তারা সংসদের গঠন শৈলীর প্রশংসা করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ঢাকায় কর্মরত ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ফাও, বিমসটেক, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, চীন ও ভারতের মিশন প্রধানদের স্পাউজরা স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

এর আগে বিদেশি মিশন প্রধানদের স্পাউজরা সংসদের গোল চত্ত্বর, লাইব্রেরি, অধিবেশন কক্ষ এবং নর্থ প্লাজা ঘুরে দেখেন। এসময় তারা সংসদের গঠন শৈলীর প্রশংসা করেন।

সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদের গঠণ শৈলী ও জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী। বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এই ভবনের মূল স্থপতি। সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য বিদেশি মিশন প্রধানদের স্পাউজদের ধন্যবাদ জানান স্পিকার।

বিদেশি মিশন প্রধানদের স্পাউজদের সংগঠন ফোসা’র ৪৬ জন সদস্যসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় সংসদ ভবন টপ নিউজ বিদেশি রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর