Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত আসন: আ.লীগের ফরম বিক্রি শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৯

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দল থেকে মনোনয়ন পেতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে তিন দিন এই ফরম বিতরণ করবে দলটি। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

রোববার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/টিআর

আওয়ামী লীগ মনোনয়নপত্র বিতরণ সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর