Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলার ৪র্থ দিনে নতুন বই এসেছে ৬৬টি

ঢাবি করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৩

বইমেলার স্টলে ক্রেতা-পাঠকদের উপস্থিতি। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

অমর একুশে বইমেলা ২০২৪-এর চতুর্থ দিনে ১২টি উপন্যাস প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ১০টি জীবনী ও ১১টি কবিতার বইসহ মোট নতুন বই প্রকাশ পেয়েছে ৬৬টি।

রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত অন্য বইগুলোর মধ্যে ৯টি গল্প, পাঁচটি প্রবন্ধ, ১০টি কবিতা, একটি গবেষণা, ছয়টি রম্য বা ধাঁধাঁ, একটি ধর্মীয়, ১১টি জীবনী, দুটি অনুবাদ ও মুক্তিযুদ্ধসংক্রান্ত একটি বই প্রকাশ পেয়েছে।

বইমেলার চতুর্থ দিনেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের জমজমাট উপস্থিতি। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

বইমেলার এ দিন অনুষ্ঠিত হয় ‘স্মরণ: কাঙাল হরিনাথ মজুমদার’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন তপন মজুমদার। আলোচনায় অংশ নেন জাফর ওয়াজেদ ও আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন। আলোচনার শুরুতে কাঙাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন একইসঙ্গে বিদ্রোহী ও অধ্যাত্মবাদী। তার কর্মের ব্যাপ্তি ছিল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সৃজনশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রান্তিক অবস্থানে থেকেও সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন।

সারাবাংলা/আরআইআর/টিআর

অমর একুশে বইমেলা অমর একুশে বইমেলা ২০২৪ বইমেলা বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর