Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালালেন স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৭

যশোর: মাথায় গুরুতর আঘাতে মারা গেছেন স্ত্রী। তাকে হাসপাতালে নিয়েও গিয়েছিলেন স্বামী। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করতেই তিনি লাপাত্তা। স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলেই সেই স্বামী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর হাতে মারধরেই মৃত্যু হয়েছে ওই স্ত্রীর।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহত মায়ারাণীর (৩৫) মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার স্বামী পরিতোষ কুমার সানাকে খুঁজছে পুলিশ।

বিজ্ঞাপন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, সন্ধ্যার দিকে মায়ারাণীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তার স্বামী পরিতোষ কুমার সানা। মায়ারাণীর মাথায় গুরুতর আঘাত ছিল। চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্বামী পরিতোষ কৌশলে পালিয়ে যান। পরে আমরা পুলিশকে খবর দেই।

নিহতের ভাই সুশান্ত মন্ডলের অভিযোগ, পরিতোষই পিটিয়ে তার স্ত্রী মায়ারাণীকে হত্যা করেছেন। স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাই পরিতোষ পালিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত মায়ারাণী সাতক্ষীরার আশাশুনির বেহুলা গ্রামের তরুণ কুমার মন্ডলের মেয়ে। স্বামীর সঙ্গে যশোর শহরের উপশহর এলাকায় বসবাস করতেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মায়ারাণী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। একই সঙ্গে তার স্বামী পরিতোষ কুমার সানাকে আটকে অভিযান শুরু হয়েছে। তাকে আটক করা গেলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

যশোর সদর হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর