‘ফুল ছিঁড়লে সিট বাতিল’ সরানো হলো সেই প্ল্যাকার্ড
৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৪
কুষ্টিয়া: ‘ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে সিট বাতিল করা হবে’ এমনই আদেশ দিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন। হলটির প্রাঙ্গণে ফুলের বাগানে প্রভোস্ট স্বাক্ষরিত কয়েকটি প্ল্যাকার্ডে এই সতর্কবার্তা সাঁটানো হয়। তবে সারাবাংলায় সংবাদ প্রকাশের পর সেই প্ল্যাকার্ডগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন। প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।
এর আগে, বিষয়টি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এই সিদ্ধান্তকে তারা হাস্যকর ও অযৌক্তিক বলে দাবি করেছেন তারা। এদিকে বিষয়টি প্রকৃতপক্ষে এমন নয় বরং নিছক সতর্কবার্তা বলে দাবি হলটির প্রভোস্টের।
হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ফুল হলের সৌন্দর্য বৃদ্ধি করছে। তাই বলে সামান্য ফুল ছেঁড়ার জন্য সিট বাতিলের সিদ্ধান্তের বিষয়টি হাস্যকর ও সম্পূর্ণ অযৌক্তিক। ফুল ছেঁড়া থেকে রক্ষার্থে হল প্রশাসন জরিমানা করে বা ভিন্নভাবে সতর্ক করতে পারত। তাছাড়া হলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। কারা নিষেধাজ্ঞা সত্ত্বেও ফুল ছিঁড়ছে সেটি সহজেই চিহ্নিত করা যায়।
সারাবাংলা/একে