লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পাশের ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, সকালে বড়খাতা কলেজের পাশে একটি ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পান এক নারী। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, সদ্যোজাত ছেলে সন্তানটিকে উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।