Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজের মাঝপথে ভারত ছাড়ছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২১

সিরিজের মাঝপথে ছুটি কাটাতে আবুধাবিতে যাবেন স্টোকসরা

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত মাসে ভারতে পা রেখেছিলেন তারা। প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের কাছে হেরেছে ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ এ সমতা। জমজমাট এই সিরিজের মাঝেই ভারত ছাড়ছেন বেন স্টোকসরা। জানা গেছে, বিশ্রাম নিতে ও গলফ খেলতে সিরিজের মাঝপথেই আবুধাবিতে যাবে পুরো ইংল্যান্ড দল!

ভাইজ্যাকে গতকাল শেষ হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু সিরিজের তৃতীয় ম্যাচ। মাঝে লম্বা একটা বিরতি থাকায় সেটাকে কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড টি ম্যানেজমেন্ট। সফর শুরুর আগে আবুধাবিতে ক্যাম্প করেছিলেন স্টোকসরা। এবার খানিকটা বিশ্রাম নিতে সেখানেই যাচ্ছেন তারা। শুধু বিশ্রাম নয়, সাথে গলফ খেলাসহ নানা বিনোদনমূলক কাজে ক্রিকেটারদের খানিকটা প্রশান্তি দেওয়াই লক্ষ্য ম্যানেজমেন্টের।

বিজ্ঞাপন

সিরিজের মাঝপথে ইংল্যান্ড দলের এমন ঝটিকা সফর বেশ আলোচনার জন্ম দিয়েছে। যেখানে দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচের আগে জোরেশোরে প্রস্তুতি নেওয়া উচিত, সেখানে গলফ খেলা ও বিশ্রাম নেওয়ার জন্য আবুধাবিতে কেনও যেতে হবে, প্রশ্ন তুলেছেন অনেকেই। ইংলিশ ক্রিকেটারদের গলফ প্রীতি অবশ্য নতুন কিছু নয়। তবে সিরিজের মাঝপথে অন্য দেশে বিশ্রামের জন্য যাওয়াটা একটু অদ্ভুতই বটে।

যদিও ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এখানে খারাপ কিছু দেখছেন না। তার মতে, দ্বিতীয় ম্যাচ হারের পর দলের কিছুটা বিশ্রাম দরকার। একই সাথে গলফ খেলাসহ অন্য বিনোদনের মাধ্যমে চাঙ্গা হয়ে ভারতে ফিরবে দল। আর এতেই ১২ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয়ের অনুপ্রেরণা আরও বেড়ে যাবে স্টোকসদের।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ইংল্যান্ড দলের এমন সফর কতোটা সুফল বয়ে আনে, সেটা সময়ই বলে দেবে।

সারাবাংলা/এফএম

আবুধাবি ইংল্যান্ড ক্রিকেট গলফ টেস্ট ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর