Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে আবুল কালাম (৬০ বছর) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কালাম ওই এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে জানান, ভোরে ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে পারিবারিক কবরস্থান জিয়ারত করার সময় পেছন থেকে বন্যহাতি আক্রমণ করে।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা এগিয়ে আসলে হাতিটি চলে যায়। আহত অবস্থায় আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালিপুর রেঞ্জ ফরেস্ট রেঞ্জার মনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ওই ব্যক্তি ভোরে নামাজ পড়ে পারিবারিক কবরস্থানে জিয়ারত করছিল। এসময় লোকালয়ে নেমে আসা এক হাতি তাকে আক্রমণ করে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার থেকে যদি কোনো ক্ষতিপূরণের আবেদন করা হয় আমরা নিয়মনুযায়ী ক্ষতিপূরণ দেব।

সারাবাংলা/আইসি/এনইউ

আক্রমণ চট্টগ্রাম টপ নিউজ বন্যহা‌তি বৃদ্ধ মৃত্যু

বিজ্ঞাপন

গাজীপুরে ফের সড়ক অবরোধ
১৯ নভেম্বর ২০২৪ ১২:৪৫

আরো

সম্পর্কিত খবর