Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মাঠ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৯

মঙ্গলবার মওলানা সা’দপন্থিদের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ছবি: সারাবাংলা

গাজীপুর: টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন শেষ হওয়ার একদিন পর ইজতেমা মাঠ হস্তান্তর করা হয়েছে দ্বিতীয় পর্বের আয়োজনের জন্য। প্রথম পর্বের ইজতেমার আয়োজন পক্ষের কাছ থেকে বুঝে নিয়ে দ্বিতীয় পক্ষের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। পরে বিকেল ৩টার সময় তিনি মাঠ বুঝিয়ে দেন দ্বিতীয় পর্বের আয়োজন মওলানা সা’দের অনুসারীদের মুরব্বি ডা. মোহাম্মদ আব্দুস সালামকে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হয় রোববার (৪ ফেব্রুয়ারি)। চার দিনের বিরতি দিয়ে আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে।

মওলানা সা’দের অনুসারীদের ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথীরা জামাতবন্দি হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।’

এর আগে মাওলানা যোবায়েরপন্থিদের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেয় জেলা প্রশাসন। ছবি: সারাবাংলা

মওলানা সা’দের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ডা. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তাছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারেই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এরর সমাধান চাই।’

বিজ্ঞাপন

মাওলানা সা’দের ইজতেমায় অংশগ্রহণ প্রসঙ্গে ডা. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, আমরা সরকার কাছে আবেদন করেছি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে তিনি (মাওলানা সা’দ) ইজতেমার দ্বিতীয় ধাপে অংশ নেবেন।

ইজতেমা মাঠ নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। বৃহস্পতিবারের (৮ ফেব্রুয়ারি) আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।

ইজতেমা মাঠ পরিদর্শনের পর ব্রিফ করে গাজীপুর মহানগর পুলিশ। ছবি: সারাবাংলা

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তাছাড়া ইজতেমার সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দফতরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তা রাখছি। পোশাকে ও সাদা পোশাকে আমাদের বাহিনীর সদস্যরা থাকবেন। সিসি ক্যামেরার মাধ্যমে সব পর্যবেক্ষণ করা হবে। মুসল্লিদের চলাচল সহজ করতে সব ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মওলানা সা’দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, ইঞ্জি. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান।

সারাবাংলা/টিআর

ইজতেমা দ্বিতীয় পর্ব ইজতেমা ময়দান হস্তান্তর ইজতেমা মাঠ হস্তান্তর বিশ্ব ইজতেমা মওলানা সাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর