Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুদণ্ড রায়ে জেরে বিচারকের বাসায় চুরি ও হুমকির অভিযোগ, মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫২

খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: সারাবাংলা

জয়পুরহাট: জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় সম্প্রতি ১১ জনের মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীনের ভাড়া বাড়িতে চুরির পাশাপাশি তাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই বিচারক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিচারক আব্বাস উদ্দীনের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই সময়ই তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়পুরহাট শহরের বাস স্ট্যান্ড হাউজিং এস্টেট এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার বাড়ির জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেন তিনজন। তারা পাঁচ ভরি সোনার অলংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করেন।

এজাহারে বলা হয়েছে, তাদের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশী পুলিশ কনস্টেবল আরিফুলকে ফোন দেন বিচারক দম্পতি। এরই মধ্যে ওই তিনজন বিচারকের শয়নকক্ষে ঢুকে গত ৩১ জানুয়ারি ১১ জনকে মৃত্যুদণ্ড সাজা দিয়ে রায় ঘোষণার কথা বলে ছুরি দেখান। বলেন, বিচারককেও ফাঁসি দেবেন। এ সময় পুলিশ কনস্টেবল আরিফুল সেখানে উপস্থিত হয়ে চিৎকার তারা পালিয়ে যান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ওই বিচারকের নিরাপত্তা জোরদার পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

জয়পুরহাট বাসায় চুরি বিচারককে হুমকি মৃত্যুদণ্ড রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর