Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“সাকিবের অবদান ‘অকৃতজ্ঞ’ মানুষ অল্পতেই ভুলে যায়”

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৩

ফর্মে ফিরেই ম্যাচসেরা সাকিব

চোখের সমস্যায় নিজেকে হারিয়ে খুঁজছিলেন অনেকদিন ধরেই। বিশেষ করে পুরো বিপিএলজুড়েই ছন্নছাড়া লেগেছে সাকিব আল হাসানকে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে অবশেষে দেখা গেলো সেই চিরচেনা সাকিবকে। ব্যাটে-বলে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সেই ঢাকাকে হারিয়েছে রংপুর। ম্যাচসেরা হয়েছেন সেই সাকিবই। ম্যাচ শেষে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা আক্ষেপ করেই বলছেন, ‘অকৃতজ্ঞ’ মানুষ সাকিবের অবদান অল্পতেই ভুলে যায়।

সাকিবের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কম আলোচনা হয়নি গত কয়েক সপ্তাহে। সব সমালোচনার জবাব দিয়ে ব্যাট হাতে সাকিব ফিরলেন সাকিবের মতোই। ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ঢাকার বিপক্ষে। বল হাতেও ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরাও, জিতেছে দলও। অথচ ম্যাচের আগেও মিরপুরের দর্শকের দুয়ো শুনেছেন সাকিব। টুর্নামেন্টজুড়েই এই দুয়ো যেন সাকিবের নিত্যসঙ্গী।

রংপুর অধিনায়ক সোহান তাই খানিকটা আক্ষেপ নিয়েই বললেন, সাকিবের অবদান ভুলে যাচ্ছেন অনেকেই, ‘আমাদের ক্রিকেট এই জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অবদান অনেক বেশি। আমার মনে হয় আমরা খুব বেশি অকৃতজ্ঞ, খুব তাড়াতাড়ি তার সব অবদান ভুলে যাই। অনেক সময় মাঠে যা হচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রে হলে মানা যায়। সাকিব ভাইয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য না।’

সাকিবের ফিরে আসা দলের সবার জন্য বাড়তি প্রেরণা বলেই মানছেন সোহান, ‘উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেয়েছেন, যেভাবে ফিরে আসার জন্য অনুশীলন করেছেন, সেটা আমাদের অনুপ্রেরণা যোগায়। তিনি দলের প্রতি যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন, সেটা সত্যিই দারুণ। আলহামদুলিল্লাহ্‌ সবাই অনেক ভালো খেলেছে।’

সাকিব স্বেচ্ছায় তিন নম্বরে ব্যাটিং করেছেন, জানালেন সোহান, ‘সাকিব ভাই চেয়েছিলেন একটু সময় নিয়ে খেলতে। টি-টোয়েন্টিতে এমনিও একটু কম সময় পাওয়া যায়। দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই তিনি নিজেই তিনে ব্যাটিং করতে চেয়েছিলেন।’

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিপিএল ২০২৪ সাকিব সোহান


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর