Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট হতে পারে বৃষ্টি, ৫ দিনে তাপমাত্রা বাড়ার আভাস

সারাবাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৪

ঢাকা: দেশের সিলেট বিভাগে বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ রাতের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি কমলেও আগামী পাঁচ দিনে তা বাড়ার আভাস দিয়ে অধিদফতর।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেখানে বলা হয়, বুধবার সিলেট বিভাগের ‍দুই-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরেনর কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে তৃতীয় দিন আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আবহাওয়া অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর