Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে পুলিশের অভিযানে পলাতক ৯ আসামি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০

বেনাপোল: বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১ সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভূক্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

আটক আসামিরা হলো, কোরবান আলী (৪৫) জাহিদুল ইসলাম, ইমরান (২৪), সোহেল শেখ (২৬), শাওন, আনিছুর রহমান (৩৫), আবুল বাশার (৩৮), আলমগীর হোসেন (২৮) ও মিরাজ (২১)।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

পলাতক বেনাপোলে পুলিশ