মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯
নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের মামলায় গ্রেফতার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এই মামলার প্রধান আসামি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আবুল খায়েরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী।
বহিষ্কারকৃত আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে।
হানিফ চৌধুরী জানান, মঙ্গলবার এক জরুরি সভা ডেকে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আবুল খায়েরকে দলীয় পদ ও দলের সকল কর্মকাণ্ড থেকে তাকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের একটি বাড়িতে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বসত ঘরের সিঁধ কেটে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করার ঘটনা ঘটে।
ওই ঘটনার মূলহোতা মামলার প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ । এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সারাবাংলা/এসবি/এনএস