Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের ভোটাধিকার নিশ্চিতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ’

স্পেশাল করসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের সংবিধানের আলোকে আওয়ামী লীগ গণতন্ত্র ও জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। পৃথিবীর অন্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো বাংলাদেশের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ক্ষমতা ও আইনের মাধ্যমে একটি কার্যকর নির্বাচন কমিশনে পরিণত করা হয়েছে।’

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নন্নাত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের বিরামহীন পথ পরিক্রমায় আমরা সবাই সামিল হয়েছি। আমাদের এই কষ্টসাধ্য কিন্তু অঙ্গিকারদীপ্ত স্বপ্নযাত্রায় বাংলাদেশের আপামর জনসাধারণের অবিচল আস্থা ও অকুণ্ঠ সমর্থন রয়েছে। কোনো অপশক্তিই বাংলাদেশের এ গণতান্ত্রিক ধারার উন্নয়ন অভিযাত্রার পথকে রুদ্ধ করতে পারবে না।’

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আইন-২০০৯ এর মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব প্রশাসনিক, আর্থিক, আইনি, রেগুলেটরি ও লেজিজলেটিভ এবং নীতি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে সম্পূর্ণরুপে একটি স্বাধীন কর্তৃপক্ষ। আইনের শাসনের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাশীল থাকার কারণে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হয়েছে। নির্বাচনে ২৯৯টি আসনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী এবং ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্বের ৪১টি দেশ থেকে ১২৬ জন পর্যবেক্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছিলেন। সরকারিভাবে ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হতে ৪৫ জন এবং স্বাধীনভাবে ৭৯ জন বিদেশি পর্যবেক্ষক এ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।’

এছাড়া, বিভিন্ন দেশের ১৮ জন নির্বাচন কমিশনার ও তাদের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮৪টি সংস্থার ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আওয়ামী লীগ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর