Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ফেব্রুয়ারি বসছে প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৩

ঢাকা: বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে রাজধানী ঢাকায় চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ২০১৫ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্যোগে এই মেলা আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের সহযোগিতায় আছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)।

বুধবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে এরইমধ্যে অনলাইন ও ইমেইলের মাধ্যমে আবেদন সংগ্রহ করা শেষ হয়েছে। এরইমধ্যে প্রায় ৫ শতাধিক আবেদন পাওয়া গেছে। এদের মধ্য থেকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চাকরি প্রত্যাশীদের মেলায় আসার জন্য ফোন করা হচ্ছে। এবার মেলার মাধ্যমে প্রায় ৫০ জনকে চাকরি দেওয়া সম্ভব হবে বলে আশা রাখছেন আয়োজক কর্তৃপক্ষ।

এছাড়া ২ শতাধিক চাকরিপ্রার্থীকে পরবর্তীতে নিয়োগের লক্ষ্যে সাক্ষাতকারের জন্য সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যাদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

চাকরি মেলা-২০২৪ এর সমন্বয়ক ও বিসিসি’র ম্যানেজার (সিস্টেমস) মো. গোলাম রব্বানী জানান, বিসিসির মাধ্যমে ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ চালু করা হয়। পরে আইসিটি প্রশিক্ষণ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। এখন পর্যন্ত চাকরি মেলার মাধ্যমে ৯ শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিভিন্ন ট্রেড বডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত আইসিটিভিত্তিক প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

চাকরি মেলা প্রতিবন্ধী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর