Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ-২ নির্বাচন: আচরণবিধি ভঙ্গ করায় নৌকার প্রতিনিধিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৪৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সারাবাংলা

নওগাঁ: দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর দায়ে নওগাঁ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকারের প্রতিনিধি জহুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেলে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে ভোট নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

বর্তমানে ওই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও ঈগল প্রতীকে মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/টিআর

জাতীয়-নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর