নাগদাহর ইউপি চেয়ারম্যান বিপুল সাময়িক বরখাস্ত
৮ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৩
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদারের সই করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন ১১ নম্বর নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চুয়াডাঙ্গাকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। ফলে নাগদাহ ইউপির চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২০২৩ সালের ১১ মার্চ আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনি প্রচারের সময় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক জহুরুল নগর গ্রামের আত্তাব মন্ডলের ছেলে দবির উদ্দিন, খবির উদ্দিন, আনিস ও একই গ্রামের ইসলাম লস্করের ছেলে মিয়াসহ বিদ্রোহী প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এ ঘটনায় আহত দবিরের ছেলে খোকন ২৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছিলেন।
এরপর ১৩ দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর ২৪ মার্চ সকালে দবিরের মৃত্যু হয়। এতে মামলাটিতে হত্যা মামলার ধারা যুক্ত হয়। পরে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালতে ২০২৩ সালের ৯ অক্টোবর জিআর ৪৯/২০২৩ মামলটি গৃহীত হয়।
সারাবাংলা/টিআর