কুতুবপুর ইউপি চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে ইসির মামলা
৮ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৬
চুয়াডাঙ্গা: সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় থেকে গত ১১ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তাকে ইউপি চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার (৪ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানিকের বিরুদ্ধে এই মামলা করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নির্দেশে তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা।
৭ জানুয়ারির নির্বাচনের আগে দিলীপ কুমার আগরওয়ালাকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৪ ডিসেম্বর সদর থানায় মামলা করেন তার প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল মালেক। মামলায় কুতুবপুরের ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মানিকসহ এজাহারভুক্ত পাঁচজনকে আটক করে। পরে জামিন পেয়ে ২৬ ডিসেম্বর কারামুক্ত হন মানিক। এরপর মানিক এক পথসভায় দেওয়া বক্তব্যে দীলিপ কুমার আগারওয়ালাকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, মানিক ওই পথসভায় বক্তব্যে বলেন, ‘৮ তারিখে কনে থাকবেন? ৮ তারিখে (৮ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন) কোথায় যাবেন? ৮ তারিখে কিন্তু আমার এলাকায় আপনার থাকতে হবে। আপনি যদি আমার এলাকার সন্তান হন, আপনার সঙ্গে কিন্তু দেখা হবে। এমন কিছু করেন না যেন ৮ তারিখের পরে আপনার সঙ্গে আমার কথা বন্ধ হয়ে যায়।’
সারাবাংলা/টিআর
আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক ইউপি চেয়ারম্যান ইসির মামলা কুতুবপুর ইউনিয়ন পরিষদ কুতুবপুর ইউপি নির্বাচন কমিশন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন