Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন পরিচালক পদে ডা. সাদী আউট, হারুন ইন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৯

ডা. মো. হারুন-অর-রশীদ

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক পদ থেকে সরানো হয়েছে ডা. মো. শামিউল ইসলাম সাদীকে। তার পরিবর্তে অধিদফতরের পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ডা. মো. হারুন-অর-রশীদকে।

ডা. মো. শামিউল ইসলাম সাদীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে। বুধবার (৭ ফেব্রয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কমকর্তা ডা. মো. শামিউল ইসলামকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’

‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর ও পরিচালক (এমবিডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/এসবি/এনএস

ডা. মো. শামিউল ইসলাম সাদী ডা. মো. হারুন-অর-রশীদ