Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাসমান’ কারওয়ান বাজার


২৩ মে ২০১৮ ১৯:৪০ | আপডেট: ২৩ মে ২০১৮ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বর্ষা আসতে এখনো বাকি ২২ দিন। কিন্তু বৃষ্টির আচরণ একেবারে বর্ষার মত। প্রতিদিন যখন তখন ইচ্ছে হলেই নেমে পড়ছে। আর অব্যবস্থাপনার এই নগরে ভোগান্তিতে পড়ছেন মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের সমস্যা সবচেয়ে বেশি। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টি চলে একটানা অনেকক্ষণ। এতেই ডুবে যায় কারওয়ান বাজারের একটি অংশ। ডুবে যাওয়া বাজারের সেই দুর্ভোগ নিয়েই এই ছবিঘর। ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বৃষ্টি আর ড্রেনের পানি একাকার, তবু ক্রেতার অপেক্ষায় বিক্রেতা

নোংরা পানি থেকে সবজি কুড়িয়ে জীবিকা!

পানির বাজারে কেনাকাটা নয়, বাজারে পানি!

সাবধানে পা ফেলে!

নোংরা পানিতেই চলছে পরিস্কার!

ভাসমান বাজার নয়, পানিতে কারওয়ান বাজার!

 সারাবাংলা/জেএএম/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর