Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিটিয়ে বানর হত্যা, ভিডিও ভাইরাল


১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:১৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:১৫

সারাবাংলা ডেস্ক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়াসিম জেলায় একটি বানরকে পিটিয়ে হত্যার অভিযোগে পবন বাঙ্গার (২৩) নামের এক যুবকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

গতকাল সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পিটিয়ে হত্যার ওই ভিডিও পোস্ট হলে তা ভাইরাল হয়ে যায়। শনিবার (১৬ ডিসেম্বর) জেলার গ্রামকুড়া গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন খাবারের সন্ধানে পবনের বাগানে একটি বানর ঢুকে পড়ে। সে সময় এক কিশোরকে সঙ্গে নিয়ে বানরটিকে পেটাতে থাকেন পবন। তখন তাদের উল্লাস করতে দেখা যায়। পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে ওপর এক কিশোর। পড়ে ভিডিওটি চ্যাটিং অ্যাপ হোয়াটস অ্যাপে প্রকাশ করে।

ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হলে বন বিভাগের এক কর্মকর্তার সোমবার পবনসহ দুই কিশোরের নামে বন্য প্রাণী হত্যার অভিযোগে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পবনকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, অপর দুই কিশোরকে পাঠানো হয়েছে শিশু আদালতে।

https://www.youtube.com/watch?v=83eUO4vMWXY

সারাবাংলা/এমএইচটি

বানর হত্যা

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর