Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ভালোবাসায়, মায়ের দোয়ায় মন্ত্রী হয়েছি: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০২

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “ক্যান্সার আক্রান্ত মা মৃত্যুর আগে বলছিলেন ‘বাবা তুই একদিন মিনিস্টার হবি’। মায়ের দোয়া আমার জীবনে প্রতিফলিত হয়েছে। আল্লাহর রহমতে একবার নয় দুইবার মন্ত্রী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহসিক্ত ভালোবাসায় আমার মায়ের স্বপ্নপূরণ হয়েছে। তিনি আমাকে দুই বার মন্ত্রী বানিয়েছেন। আমি তার প্রতি চির কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, ‘আমি সারা জীবন ছাত্র অধিকার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করেছি। বি এম কলেজকে বিশ্ববিদ্যালয়ের করার দাবিতে বঙ্গবন্ধুকে বহনকারী স্টিমার পর্যন্ত থামিয়েছি। ঢাকায় আমার নিজ আসনে ৫টি স্কুল কলেজের দায়িত্ব নিয়েছি এবং সফল হয়েছি।’

নিজের রাজনৈতিক ও শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে নানক বলেন, ‘হঠাৎ প্রধানমন্ত্রীর নির্দেশনা এলো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জিএস নির্বাচন করতে হবে। তখন আমার মা ক্যানসার আক্রান্ত। আমি বিদায় চাওয়ার জন্য মায়ের কাছে গেলাম। মা বললো বাবা তুমি ফিরে এসে হয়ত আমাকে জীবিত দেখতে পাবে না। তবে আমি বলে যাচ্ছি, তুই একদিন মিনিস্টার হবি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নানক বলেন, ‘জীবনে যে পথেই বা যে পেশায়ই থাকুন না কেন লক্ষ্য স্থির থাকলে একদিন সফল হবেই। আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। তোমাদের মাঝে আমি আমার ছেলেকে খুঁজে ফিরি।’

গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. আনিচুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আঞ্জুমান আরা বানু নার্গিস, ট্রাস্টি বোর্ডের সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মঈন চৌধুরী, প্রফেসর রফিকুল ইসলাম, কে বি এস আহমেদ কবিরসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ নানক প্রধানমন্ত্রী মায়ের দোয়া

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর