Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিয়ানমারের সংঘাত নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা রাখি না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৩

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমারে সংঘাতের প্রভাবে বাংলাদেশে সৃষ্ট প্রতিটি ঘটনার পর দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মিসহ অন্যান্যদের যে সংঘাত চলছে সেটা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা রাখি না।’

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর ফৌজদারহাটে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল’ উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার মিয়ানমারে সংঘাতের প্রভাব মোকাবিলা করতে পারছে না, বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যা ঘটছে সেগুলো মিয়ানমারের অভ্যন্তরীণ গণ্ডগোল। সেখানকার সংঘাতের কারণে মাঝেমধ্যে দু’একটি গোলা আমাদের দেশে এসে পড়েছে এবং দুজন মানুষেরও মৃত্যু হয়েছে, এটা সঠিক। প্রত্যেকটি ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’

‘মিয়ানমার থেকে তাদের সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর কয়েকজন এবং তাদের পরিবার বেশকিছু সদস্য আমাদের দেশে পালিয়ে এসেছে। তাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সম্মতি প্রকাশ করেছে। আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। কোন প্রক্রিয়ায় তাদের ফেরত নেওয়া যাবে, সেটি চূড়ান্ত করা হচ্ছে। এখানে পররাষ্ট্র নীতির কোনো বিষয় নেই’, বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের অনুপ্রবেশ শুধু আমাদের দেশে ঘটছে তা নয়, ভারতেও কয়েক’শ লোক ঢুকেছে।”

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে আরাকান আর্মির ঘোষণার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ইতোমধ্যে আমি বিভিন্ন দেশ সফর করেছি। ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। ন্যাম সামিটে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আমি বলেছি যে, অন্তঃত প্রত্যাবর্তনটা শুরু হোক। তার কথাবার্তায় মনে হয়েছে, তিনি একমত। কিন্তু অভ্যন্তরীণ সংকটের কারণে এ মুহূর্তে তারা পারছেন না।’

কারাগারে বিএনপি নেতাদের মৃত্যুর ঘটনা পরিকল্পিত বলে রুহুল কবীর রিজভী আহমেদের প্রতিক্রিয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এখন কোনো রাজনীতি নেই। নির্বাচনে অংশগ্রহণ না করে তারা প্রচণ্ড ভুল করেছে। সুইসাইডাল ডিসিশন নিয়ে বিএনপি নেতারা এখন কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। কর্মীরা প্রচণ্ডভাবে হতাশ। সেই হতাশা কাটানোর জন্য নানা ধরনের বক্তব্য দিয়ে তারা যে এখনো টিকে আছে, সেটা প্রমাণ করার চেষ্টা করছেন। এসব কথা বলে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।’

মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার চট্টগ্রামের উন্নয়নে গত ১৫ বছরে অনেক প্রকল্প গ্রহণ করেছে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল ভারত উপমহাদেশে প্রথম হয়েছে। এখানে বে-টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সেটি নির্মিত হলে আরেকটি চট্টগ্রাম বন্দর হবে। তিন বছরের মধ্যে বে-টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।’

অনুষ্ঠানে ফিলিপিনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমও

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সংঘাত নিয়ন্ত্রণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর