Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীপাড়ায় বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫২

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার একটি বাসা থেকে জান্নাতুল আক্তার উষা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পুলিশ নন্দীপাড়া রসূলবাগ শুকুর আলীর বালুর মাঠসংলগ্ন টিনসেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

গাজীপুর কাশিমপুর থানার সার্দাগঞ্জ গ্রামের জাকির হোসেন মুকুলের মেয়ে উষা। পরিবারের সঙ্গে নন্দিপাড়ার ওই বাসায় থাকতো সে।

উষার স্বামী রাজমিস্ত্রী মো. আমিনুল ইসলাম জানান, গত ৪ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করে তারা। স্বামী-স্ত্রী ওই একই এলাকাতে থাকে। উষা নিজে চাকরি করবে বলে তার স্বামীকে বলেছিল। তবে স্বামী আমিনুল তাকে চাকরি করতে দিতে রাজি না হওয়ায় ৫ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে ঊষা নন্দিপাড়ায় বাবার বাসায় চলে যায়। নিজে নিজে একটি গার্মেন্টসে চাকরিও নেয় উষা। গতকাল শুক্রবার রাতে আমিনুল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে আসে। এরপর আজ দুপুরে খবর পান, উষা তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, পারিবারিক কলহের কারণে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া ওই বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানেও ঊষা নিজের হতাশার কথা লিখে গেছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আত্মহত্যা খিলগাঁও নন্দীপাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর