Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী প্রক্টর পদ ছাড়লেন চবি’র ২ শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন দুই শিক্ষক। তারা হলেন— ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম এবং পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।

রোববার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতরে দুই শিক্ষক তাদের পদত্যাগপত্র জমা দেন।

তবে দুই শিক্ষক পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। অভিন্ন ভাষায় লেখা পত্রে ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগের কথা বলা হয়েছে।

রেজিস্ট্রারের দফতর পদত্যাগ পত্র গ্রহণ করেছে। তবে এ বিষয়ে গণমাধ্যমে দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দেননি।

পদত্যাগের কারণ জানতে চাইলে মোরশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। আর কোনো কারণ নেই।’

পদত্যাগী অপর শিক্ষক অরূপ বড়ুয়াও একই কথা বলেছেন।

এর আগে, ২০২৩ সালের মার্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রক্টর রবিউল ইসলাম ভূঁইয়াসহ ১৯ শিক্ষক একযোগে পদত্যাগ করেছিলেন। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে মতবিরোধের জেরে তারা পদত্যাগ করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর