Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টির পঞ্চম সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২

আন্তর্জাতিক টি-২০তে ৫ম সেঞ্চুরি পেলেন ম্যাক্সওয়েল

ওয়ানডে বিশ্বকাপে তার অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির স্মৃতি এখনো তাজা। গ্লেন ম্যাক্সওয়েলকে আজ আবারও দেখা গেলো বিধ্বংসী রূপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়েছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অজি অলরাউন্ডার। আর এতেই ভারতের রোহিত শর্মার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে এখন রোহিতের সাথে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ম্যাক্সওয়েলও।

বিজ্ঞাপন

টসে জিতে অ্যাডিলেডে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫৭ রানে ২ উইকেট তুলেও নিয়েছিল ক্যারিবিয়ানরা। এরপরই শুরু ম্যাক্সওয়েল ঝড়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন ‘বিগ শো’। ১২ চার ও ৮ ছক্কায় ৫৫ বলে করেছেন ১২০ রান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এটি ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই ৪ উইকেটে ২৪১ রান তোলে অজিরা।

বিজ্ঞাপন

এই সেঞ্চুরির সুবাদে রোহিতের রেকর্ডে ভাগ বসালেন ম্যাক্সওয়েল। এতদিন ৫টি সেঞ্চুরি নিয়ে সবার উপরে ছিলেন ভারতীয় অধিনায়ক। এখন যৌথভাবে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ম্যাক্সওয়েলও। ম্যাক্সওয়েল এই সেঞ্চুরি করেছেন ৯৪ ইনিংসে, রোহিতের খেলেছেন ১৪৩ ইনিংস। ৪টি সেঞ্চুরি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব, তিনি খেলেছেন ৫৭ ইনিংস। তিনটি করে সেঞ্চুরি আছে ভারতের বাবর আজম, চেক রিপাবলিকের দাভিজি ও নিউজিল্যান্ডের কলিন মানরোর।

ম্যাক্সওয়েলের ইতিহাস গড়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুই দল মিলিয়ে করেছে ৪৪৮ রান। দুই দলের টি-২০ ম্যাচে আগে কখনোই এত রান হয়নি।

সারাবাংলা/এফএম

ক্রিকেট ম্যাক্সওয়েল রেকর্ড রোহিত সেঞ্চুরি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর