Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বইমেলা মঞ্চে ‘রবীন্দ্র উৎসব’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৭

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে অমর একুশের বইমেলায় ‘রবীন্দ্র উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার মঞ্চে রবীন্দ্র উৎসবের আলোচনায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অনুপম সেন।

রবীন্দ্রনাথ সাহিত্য ও কর্মজীবনে আমাদের অসাম্প্রদায়িক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করে অনুপম সেন বলেন, ‘রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয় বিশ্ব সাহিত্যেরও সম্পদ। তাঁর কলমে আমাদের সমাজ ও সংস্কৃতি নির্মিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ সংকীর্ণতার পথ থেকে মানুষকে মুক্তির আহ্বান জানিয়েছেন। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলার জন্য রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ-সংঘর্ষ মোকাবেলায় রবীন্দ্রনাথ হতে পারে অন্যতম সহায়। বিশ্বব্যাপী মৌলবাদের উত্থান, জাতীয়তাবাদের সংকীর্ণতা, শ্রেণিবৈষম্য, জাতিতে-জাতিতে হানাহানি বন্ধে রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।’

‘রবীন্দ্রনাথ তাঁর কবিতা ও প্রবন্ধে জাতির সংকট মোচনে এক মহামানবের প্রত্যাশা করেছিলেন। বাঙ্গালি জাতির চরম ক্রান্তিলগ্নে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বিশ্বাস বঙ্গবন্ধুই কবিগুরুর সেই মহামানব।’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দেন বিকাশের চুড়ান্ত সোপানে। আর মাতৃভাষা বাংলাকে রাষ্টভাষা করার জন্য বাঙালি জাতি ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের আত্মমর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে।’

শিক্ষাবিদ আনোয়ারা আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বইমেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক এবং কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম।

আলোচনা সভার পর অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, ঘুঙ্ঘুর নৃত্যকলা একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স সম্মিলিত গান ও নাচ পরিবেশন করে। এ ছাড়া শিল্পী রূপসী হোড়, এনড্রিল ভিনসেণ্ট ক্রাউলী এবং অনিন্দিতা মুৎসুদ্দি একক পরিবেশনায় ছিলেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে নগরীর সিআরবিতে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অমর একুশের বইমেলা। এর চতুর্থদিনে সোমবার বিকেলে বইমেলা মঞ্চে নজরুল উৎসব অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/একে

বইমেলা ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর