Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশ আংশিক মেঘলা, বাড়বে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৬

ঢাকা: সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, একইসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সারাদেশে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।

সারাবাংলা/এমও

টপ নিউজ তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর