Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএফসি-মেজবানসহ ৫ রেস্টুরেন্টকে ৭ লাখ টাকা জরিমানা


২৩ মে ২০১৮ ২১:২৬ | আপডেট: ২৩ মে ২০১৮ ২১:৩৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়ক এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি রেস্টুরেন্টকে ৭ লাখ টাকা জরিমানা করেছে।

বুধবার (২৩ মে) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, ‘অভিযানে জর্দায় এবং পোলাওতে কাপড়ে ব্যবহৃত রং, পচা ডিম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মেজবান রেস্টুরেন্টকে ৪ লাখ, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করায় কেএফসিকে ১ লাখ, বাসি ও পচা খাবার সরবরাহ করায় আমেরিকান বার্গার ও ডাইনামিক ফুড কোর্টকে ৭৫ হাজার টাকা করে এবং ইউনাইটেড ক্যাটারিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘কেএফসি এক টুকরো ছোট্ট চিকেন ৩১ টাকা দিয়ে কিনে তা ১৩৯ টাকায় বিক্রি করে। যা অনেক বেশি। তাদের রান্নাঘরে যে পানি ব্যবহার করা হয় তা জীবাণুমুক্ত নয়। জবাবে কেএফসি এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।’

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর