Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিন পর মায়ের কোলে ফিরল আরিয়ান, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়ার চার দিন পর নবজাতক শিশু আরিয়ানকে উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় অপহরণ চক্রের দুই নারী সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতক শিশু আরিয়ান চুরি হয়। শিশুটির নানীর কোল থেকে চুরি করে নিয়ে যায় অপহরণ চক্রের এক নারী সদস্য। এর পর থেকেই শিশু আরিয়ানকে উদ্ধারে মাঠে নামে কুষ্টিয়া র‌্যাব-১২ এর সদস্যরা।চার দিন পর দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করা হয়। এঘটনায় পলি ও মাহফুজা নামে অপহরন চক্রের দুই নারী সদস্যকেও গ্রেফতার করে র‌্যাব।

মারুফ হোসেন বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক অপহরণ চক্রের যোগসাজস রয়েছে। বিক্রির উদ্দেশ্যেই শিশুটিকে অপহরণ করা হয়।

সারাবাংলা/এনইউ

কুষ্টিয়া টপ নিউজ নবজাতক হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর