Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উসকানিমূলক ৯ হাজার ৫৯৮ লিংক অপসারণ করা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫০

ঢাকা: সদ্যসমাপ্ত দ্বাদশ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোস্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্যসংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি (ডাক ও টেলিযোগাযোগ) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এ তথ্য জানান। একইসঙ্গে তিনি এ-ও জানান, ইউটিউব ও সোস্যাল মিডিয়ায় অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্তর্ভুক্ত নয়।

বিজ্ঞাপন

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী পলক জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছেন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ তরুণের কর্মসংস্থান হচ্ছে, আইটিতে কাজ করছেন ৬ দশমিক ৯ লাখ তরুণ। তারা প্রতি বছর ১৯০ কোটি মার্কিন ডলায় আয় করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশে ১৭টি মোবাইল কোম্পানি প্ল্যান্ট স্থাপন করেছে। আমাদের দেশে যেসব মোবাইল ফোন বিক্রি হয়, তার ৯৫ শতাংশ এখানে তৈরি হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

অনলাইন লিঙ্ক উস্কানি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর