নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪১
নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৯৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন চার হাজার ৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন এক হাজার ৪৭৯ ভোট।
এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ; যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোট।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল প্রতীক) মৃত্যুবরণ করলে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
সারাবাংলা/এনইউ