Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী টি-২০ বিশ্বকাপের ম্যাচ হবে ঢাকা, সিলেটে

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৫৪

এই বছরেই বাংলাদেশে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ, সেটা নির্ধারিত ছিল আগেই। এবার জানা গেলো, এই বছরের শেষভাগে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু। বিসিবি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে ঢাকা ও সিলেটে।

এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসছে নারী টি-২০ বিশ্বকাপের ৯ম আসর। আয়োজক বাংলাদেশসহ মোট ১০টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। গ্রুপ পর্বে থাকছে দুটি গ্রুপ। প্রতি গ্রুপে থাকছে ৫ দল, যেখানে সবাই সবার মুখোমুখি হবে। এরপর দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্ব ও নকআউট পর্বের ম্যাচগুলো হবে মিরপুর ও সিলেটে। মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলো আয়োজন করা হবে বিকেএসপিতে।

বিজ্ঞাপন

বিশ্বকাপকে সামনে রেখে সব ভেন্যুকেই নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করা হয়নি। বিশ্বকাপকে সামনে রেখে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

সারাবাংলা/এফএম

ক্রিকেট টপ নিউজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর