Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাব্যহারা ৩০৮টি নদী: নৌ প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৮

ঢাকা: সারাদেশে ৩০৮টি নদী নাব্য হারিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ সব কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক বইয়ের তথ্যমতে বাংলাদেশে বর্তমানে মোট নদীর সংখ্যা ১০০৮টি। পরবর্তীতে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে আরও নদীর সংখ্যা পাওয়া গেছে। প্রক্রিয়াটি চলমান।”

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৯৩১টি নদী প্রবহমান এবং নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা ৩০৮টি।

নাব্যতা হারানো নদীগুলোর মধ্যে, ঢাকা বিভাগে নাব্যতাহীন নদীর সংখ্যা ৮৫, রংপুর বিভাগে ৭১, রাজশাহী বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১১, সিলেট বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ২৬ এবং খুলনা বিভাগে ৮৭টি। তবে বরিশাল বিভাগে কোনো নদী নাব্যতা হারায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/এমও

টপ নিউজ নৌ-প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর