অধিনায়ক শান্তকে অভিনন্দন জানাননি লিটন!
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১২
একটা সময় তাকেই ভাবা হচ্ছিল বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। সাকিব-তামিমদের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তবে সময়ের ব্যবধানে হঠাৎ দৃশ্যপটে পরিবর্তন। সাকিবের পর তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলের নতুন অধিনায়ক নিয়ে আজ বিপিএলের ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল লিটনকে। তবে সেসব প্রশ্নে খানিকটা বিরক্ত লিটন জানালেন, তাকে কেন অধিনায়ক করা হয়নি সেটা বোর্ডকে জিজ্ঞাসা করলেই ভালো হয়।
লিটনের নেতৃত্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৩ ম্যাচে দলকে জিতিয়েছেন লিটন। টেস্টে এক ম্যাচের অধিনায়কত্বে শতভাগ জয়ের রেকর্ড লিটনের। অনেকের ধারণা ছিল, সাকিবের পর দলের নেতৃত্ব লিটনের কাঁধেই আসছে। তবে বিশ্বকাপের পর বদলে যায় দৃশ্যপট। সাকিবের অনুপস্থিতিতে শান্তকে করা হয় অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে ও কিউইদের মাটিতে তার নেতৃত্বে ভালো করেছে দল। তরুণ দলকে নিয়ে দারুণ পারফর্ম করায় বেশ প্রশংসা কুড়িয়েছেন শান্ত। আর এই সুবাদেই গতকাল সাকিবের পরিবর্তে তিন ফরম্যাটে শান্তকেই অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।
চট্টগ্রামে বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭৩ রানের বড় জয় পেয়েছে লিটনের কুমিল্লা। জয়ের পর শান্তর অধিনায়ক হওয়া নিয়ে প্রশ্ন করা হয় লিটনকে। তাকে কেন অধিনায়ক করা হয়নি, এমন প্রশ্নের জবাবে লিটনের সাফ জবাব, সব বিসিবিকেই জিজ্ঞাসা করতে হবে, ‘এই ব্যাপারে আমি কিছু জানি না। অধিনায়ক তো আমি নিজে নির্ধারণ করিনি। এই প্রশ্নটা বোর্ডের কাউকে জিজ্ঞাসা করতে পারেন।’
নতুন অধিনায়ক শান্তকে অভিনন্দন জানিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘না শান্তর সাথে কথা হয়নি, অভিনন্দনও জানাইনি।’ অধিনায়কত্ব নিয়ে আরেকটি প্রশ্ন করলে এবার কিছুটা বিরক্তি প্রকাশ করে লিটন জানান, ‘দেখুন এসব এখন অতীত। অধিনায়ক তো ঘোষণা করেই দিয়েছে। এখন এসব বলে লাভ কি? এখন বিপিএলে আছি, বিপিএল নিয়েই থাকতে চাই।’
সারাবাংলা/এফএম