Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে খেলাপি ‍ঋণ নিয়ে ক্ষোভ ঝারলেন জাপার সংসদ সদস্য

স্পেশাল করসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৬

ঢাকা: বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঋণ খেলাপি নিয়ে জাতীয় সংসদে অনেক আলোচনা হয়েছ। কিন্তু ‍দুঃখের বিষয় এ নিয়ে কিছু হয়নি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংক খাত অন্যতম দুর্বল খাত। তারল্য সংকট ও ডলার–সংকট আছে। খেলাপি ঋণ মোট ঋণের ৮ শতাংশে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। আমি তাদের পরিকল্পনাকে সমর্থন করি। কিন্তু তা তো করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘খেলাপি ঋণ এখন বেড়ে হয়েছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কখনো খেলাপি ঋণ কমতে দেখা যায় না।’ তিনি খেলাপি ঋণের বিষয়ে গুরুত্ব দিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আনিসুল ইসলাম খেলাপি ঋণ জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর