Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনের সফরে জার্মা‌নি যাবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে জার্মা‌নি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে আগামীকাল বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) দেশটির উদ্দেশে রওনা দেবেন তিনি।

জামার্নিতে সব অনুষ্ঠান শেষ করে আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) থেকে রোববার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন তিনি। জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি।

এই স‌ম্মেল‌নে পাশাপা‌শি জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজসহ বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের নামও রয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ স‌ঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক কর‌বেন।

প্রসঙ্গত, মিউনিখ সিকিউরিটি সম্মেলন মূলত সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে উচ্চ-পর্যায়ের নিয়মিত আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে পরিচত। উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও নেতারা, মিডিয়া, সুশীল সমাজ, সরকারি-বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

জার্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর