চট্টগ্রাম ব্যুরো: বর্ণাঢ্য আয়োজনে দেশসেরা ডিলারদের ‘মহারাজা’ সাজিয়ে ব্যতিক্রমভাবে সম্মানিত করেছে দেশের শীর্ষস্থানীয় স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড।
ঢাকার একটি কনভেনশন হলে দু’দিনব্যাপী আয়োজনে চারশ’রও বেশি ডিলারের সম্মেলন ঘটে, যাদের জিপিএইচ বলছে ‘চ্যানেল পার্টনার’। বছরজুড়ে যারা জিপিএইচ পণ্য বিপণনে সেরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তারাই পেয়েছেন সর্বোচ্চ সম্মাননা। সোমবার (১২ ফেব্রুয়ারি) ছিল আয়োজনের শেষদিন।
‘চ্যানেল পার্টনার সম্মেলন জিপিএইচ মহারাজ দরবার-২০২৩’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের জন্য বানানো হয় রাজ দরবারের আদলে আলো ঝলমল মঞ্চ। সেরা পার্টনারদের রাজার পোশাকে সজ্জিত করে নেওয়া হয় সেই রাজ দরবারে। গান, নৃত্য ও ব্যতিক্রম উপস্থাপনসহ নানা আয়োজনে ফুটিয়ে তোলা হয় রাজ দরবারের আবহ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’দিনব্যাপী আয়োজনের প্রথমদিনে সারাদেশ থেকে আসা চ্যানেল পার্টনার এবং আয়োজকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জিপিএইচ ফ্যামিলি নাইট। পার্টনাদের সন্তান যারা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে, তাদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।
‘মহারাজ দরবার ২০২৩’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শীর্ষস্থানীয় ১০ জন ডিলারকে মহারাজ, পরবর্তী শীর্ষ ১০ জনকে মহাবীর আখ্যা দিয়ে সম্মানিত করা হয়। তাদের ক্রেস্ট, সোনার গহনা ও অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া সারা বছর ধারাবাহিকভাবে বিক্রয় সাফল্য ধরে রাখা শীর্ষ পাঁচজন ডিলারকে বীরবন্ধু ও সাতজন শুধুমাত্র জিপিএইচ ইস্পাত বিক্রয়কারী এক্সক্লুসিভ ডিলারকে ‘এক্সক্লুসিভ এক্সসিলেন্স’ সম্মাননা দেওয়া হয়। তাদের দেওয়া হয়েছে আইফোন-১৫ প্রো ম্যাক্স।
এবারের মহারাজ নির্বাচিতদের প্রতিষ্ঠানের নামগুলো হলো- আশুলিয়ার হক ট্রেডার্স, টেকনাফের মাহবুব ব্রাদার্স, ঢাকার মানিকদীর রহমান প্রপার্টিজ অ্যান্ড ট্রেডিং করপোরেশন, কুমিল্লার এপোলো ট্রেডার্স, চট্টগ্রামের এবি স্টিল হাউজ (ইউনিট-২) ও আল আমিন ট্রেডার্স, আরিচা রোডের ঢাকা ট্রেড লিংক, চট্টগ্রামের নেভি গেটের ফয়সাল অ্যান্ড ব্রাদার্স, বগুড়ার ফাহিম এন্টারপ্রাইজ এবং ঢাকার হাসনাবাদের সৌরভ এন্টারপ্রাইজ।