Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৩

ওয়ানডেতে আর সেরা অলরাউন্ডার নন সাকিব

সেই ২০১৯ সাল থেকে ওয়ানডের সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। পাঁচ বছর পর সেই রাজত্ব হারাতে হলও সাকিব আল হাসানকে। সাকিবকে টপকে ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

২০১৯ সালের ৭ মে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর টানা ১৭৩৯ দিন তাকে কেউ শীর্ষস্থান থেকে সরাতে পারেনি। ২০২৪ সালে এসে সেই সিংহাসন ছাড়তে হচ্ছে সাকিবকে। ওয়ানডে ইতিহাসে এতদিন টানা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকতে পারেননি আর কেউই।

শ্রীলংকার বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে সাকিবকে ছাড়িয়ে গেছেন নবী। লংকানদের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে নবীর রেটিং পয়েন্ট এখন ৩১৪, সাকিবের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষে উঠে নতুন ইতিহাস করেছেন নবী। ওয়ানডেতে অলরাউন্ডার তালিকার শীর্ষে ওঠা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হয়েছেন তিনিই, ভেঙ্গেছেন শ্রীলংকার দিলশানের রেকর্ড। দিলশান শীর্ষে উঠেছিলেন ৩৮ বছর ৮ মাসে।

৫ বছর আগে আফগান অলরাউন্ডার রশিদ খানকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন সাকিব। বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি তিনি। সামনের শ্রীলংকা সিরিজেও থাকছেন না তিনি।

সারাবাংলা/এফএম

ক্রিকেট শীর্ষস্থান সাকিব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর