Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের জন্য সুইডেন সরকারের কাছে সহযোগিতা চায় বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৮

ঢাকা: রোহিঙ্গাদের জন্য সুইডেন সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। মন্ত্রণালয়ের আওতায় সুইডেনের আর্থিক সহায়তায় ‘ন্যাশনাল রেজিলেন্স প্রজেক্ট’র এর ২য় পর্যায়ের প্রকল্পে বরাদ্দ প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া জয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্সন্ড্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি দেশটির কাছে এই সহযোগিতা চান। পরে ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সুইডেনের রাষ্ট্রদূতও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সেফ প্লাস ২য় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে জ্বালানির জন্য এলপিজি সরবরাহ করা হচ্ছে। সবুজায়নের জন্য ক্যাম্প এলাকায় বৃক্ষরোপণ ও শাকসবজি চাষ করা হচ্ছে।’

সেফ প্লাস এর ২য় পর্যায়ের প্রকল্পটি ভাসানচরে সম্প্রসারণের জন্য প্রতিমন্ত্রী সুইডেনের রাষ্ট্রদূতকে অনুরোধ করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এছাড়া সাক্ষাতে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম, কক্সবাজারের ক্যাম্পগুলোতে শরণার্থীদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়ঃনিষ্কাশন এবং রাখাইন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ এবং এ বি এম শফিকুল হায়দার উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

রোহিঙ্গা সহযোগিতা সুইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর