পুলিশের ওপর বোমা হামলা, জেএমবির ৮ জনের সাজা
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৪
বাগেরহাট: বাগেরহাটে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমব’র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে জেএমবি’র ৪ সদস্যকে ৩ বছর, তিন সদস্যকে ২ বছর করে এবং একজনকে ১ বছরের কারাদণ্ড ও একজন বাদে সবাই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. আকাশ বাবু, মো. হাবিবুল্লাহ, মো. কবিরুল ফরাজী, মিজাননুর রহমান, মো. জহিরুল ইসলাম, মো. কামসুদুর রহমান, মো. মোরশেদ আলম ও মো. সাইফুল ইসলাম। এদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঘরের মধ্য থেকে পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে জেএমবি’র সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এবং বাকী ৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা হয়। দীর্ঘ ৮ বছর পর আদালত এ রায় ঘোষণা করে। এ সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মো. শহীদুজ্জামান।
সারাবাংলা/একে