রিয়াদে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে রাষ্ট্রদূত
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১০
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১০
ঢাকা: বাংলাদেশের সঙ্গে একযোগে সৌদি আরবের রিয়াদেও এসএসসি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭ টায় রিয়াদে পরীক্ষা শুরু হয়।
এসএসসি পরীক্ষা চলাকালীন ৮.৩০ মিনিটে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা সেকশন) কেন্দ্র পরিদর্শন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি রিয়াদস্থ বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত একমাত্র এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শন করেন। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে নির্ধারিত রুটিন অনুযায়ী স্থানীয় সময় সকাল ৭ টা থেকে এ পরীক্ষা চলবে।
সারাবাংলা/জেআর/একে