Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ ভারতের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩২

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। ছবি: মন্ত্রণালয়

ঢাকা: অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হলে দুই দেশের মানুষ তার সুফল ভোগ করবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

বিজ্ঞাপন

স্থানীয় সরকারমন্ত্রী বৈঠকে ভারতের স্থানীয় সরকারব্যবস্থা কীভাবে কাজ করে তার বিস্তারিত জানতে চান। বলেন, বাংলাদেশে কার্যকর ও দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।

সমবায়ের ওপর ভারত সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রদূত বলেন, সমবায়ের ক্ষেত্রে উভয় দেশ অভিজ্ঞতা বিনিময় করলে লাভবান হবে।

মো. তাজুল ইসলাম গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারতের সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। ভারত ও বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন করলে দুই দেশেরই বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বাণিজ্য সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

সারাবাংলা/আরএফ/টিআর

তাজুল ইসলাম প্রণয় কুমার ভার্মা ভারতের রাষ্ট্রদূত স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর