Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি’তে জ্যেষ্ঠকে ডিঙিয়ে কনিষ্ঠ শিক্ষককে পদোন্নতি

মোহাম্মদ রাজীব, কুবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫০

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে দুইজন কনিষ্ঠ শিক্ষককে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোসা. শাহিনুর বেগম।

পদোন্নতিপ্রাপ্ত কনিষ্ঠ শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী (রানা) এবং শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান।

বিজ্ঞাপন

জানা গেছে, মোসা. শাহিনুর বেগম ২০১২ সালের ১৩ ডিসেম্বর কুবি’র ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের ডিসেম্বরে আপ-গ্রেডেশন হয় সহকারী অধ্যাপক পদে এবং চাকুরি স্থায়ী হয় ২০১৯ সালে। বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে আট বছরসহ শিক্ষকতায় মোট ১১ বছরের অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন স্বীকৃত জার্নালে সহকারী অধ্যাপক পদে কর্মকালে চারটি প্রকাশনা থাকায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেন তিনি। পদোন্নতির জন্য গঠিত ভাইভা বোর্ডের নিকট চলতি বছরের ১৭ জানুয়ারি মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন তিনি। এর আগে কিউ১ (Q1) জার্নালে তার একটি আর্টিকেল প্রকাশনার জন্য নির্বাচিত হয়।

এছাড়াও গেল বছরের ১৫ নভেম্বর, মালয়েশিয়ার পুত্রা বিজনেস স্কুল হতে পিএইচডি’র চূড়ান্ত ডিফেন্স’এ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। তিনি অভিযোগ করেন, পদোন্নতির সকল শর্ত পূরণ করার পরও তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়নি। বরং তার দু’জন জুনিয়র সহকর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার বরাবর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র জমা দেন মোসা. শাহিনুর বেগম। সেখানে তিনি উল্লেখ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক পদোন্নতির নীতিমালা অনুযায়ী তিনি ২০২৩ সালের নভেম্বরে পিএইচডি ডিগ্রি অর্জন, সহকারী অধ্যাপক পদে আট বছরসহ শিক্ষকতায় মোট ১১ বছরের অভিজ্ঞতা থাকা এবং কিউ১ জার্নালে প্রকাশনা থাকা সত্ত্বেও চলতি বছরের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। কিন্তু তার দুইজন জুনিয়র (কনিষ্ঠ) সহকর্মীকে একই সিন্ডিকেট সভায় পদোন্নতি প্রদান করা হয়েছে। বিধি অনুসারে প্রাপ্য পদোন্নতি থেকে তাকে বঞ্চিত করার বিষয়টি নিয়মের সঙ্গে সঙ্গতি সংগতিপূর্ণ না হওয়ায় তার ন্যায়সংগত অধিকার খর্ব হয়েছে। যা তাকে মানসিকভাবে চরম বিপর্যস্ত করেছে। এর ফলে তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে। সময় মতো পদোন্নতি বঞ্চিত হওয়ায় তিনি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মোসা. শাহীনুর বেগম বলেন, ‘সিনিয়র শিক্ষক হওয়া সত্ত্বেও সহকারী অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে আমাকে বঞ্চিত করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদোন্নতির সব শর্ত পূরণ করেছি। এ ব্যাপারে মৌখিকভাবে উপাচার্য স্যারের সঙ্গে তার দফতরে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, বোর্ড রিকমেন্ড করেনি। এ দিকে ২৫ জানু্যারি অনুষ্ঠিত ৯০তম সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রি ছাড়াই দু’জন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।’

কুবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘শিক্ষকদের পদোন্নতির যে নীতিমালা রয়েছে, তার সকল শর্ত পূরণ করেছেন মোসা. শাহিনুর বেগম। এ দিকে যেই দু’জন জুনিয়র শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের একাডেমিক রেজাল্ট ও গবেষণা মোসা. শাহিনুর বেগম থেকে কম। উপাচার্য সুনির্দিষ্ট উপায়ে পরিকল্পিতভাবে এটি করেছেন। সিনিয়র শিক্ষককে বঞ্চিত করে জুনিয়র শিক্ষককে পদোন্নতি দেওয়ার ফলে একাডেমিক ডিসিপ্লিন নষ্ট হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেশার যে নিরাপত্তা রয়েছে তা সংকটে পড়ছে। প্রতিটি বিভাগেই তিনি (উপাচার্য) এ সকল কার্যক্রম করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ সকল অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন- তিনি কিছুই করেননি। যা করেন নিয়োগ বোর্ড করেন। অথচ বিশ্ববিদ্যালয়ে এর আগেও অনেক নিয়োগ বোর্ড ছিল। সে সময় এগুলো দেখা যায়নি। নিয়োগ বোর্ডের কাজ হচ্ছে পদোন্নতির নীতিমালা অনুযায়ী সবকিছু ঠিক আছে কি না তা যাচাই করা। এর বাহিরে কিছুই নয়।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বলেন, ‘ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে আপ-গ্রেডিংয়ের মাধ্যমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার একটি আবেদনপত্র তিনি পেয়েছেন। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগতও করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদককে তিনি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দফতরে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সারাবাংলা/এসআর/এনএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর