মাশরাফির বিপিএল শেষ!
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৬
সিলেট সিক্সার্সের অধিনায়ক হিসাবে এবারের মৌসুমে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। তবে বিপিএলটা খুব ভালো কাটেনি মাশরাফির। তার নেতৃত্বে পাঁচ ম্যাচের সবগুলোই হেরেছে দল। এরপর রাজনৈতিক কারণে বিপিএল থেকে সাময়িক বিরতি নেন মাশরাফি। এবার সিলেট কোচ রাজিন সালেহ জানালেন, খুব সম্ভবত এবারের আসরে আর মাশরাফিকে খেলতে দেখা যাবে না।
মাশরাফি যে পুরোপুরি ফিট ছিলেন না, সেটার আভাস পাওয়া গিয়েছিল মাঠেই। পাঁচ ম্যাচে একবারও পুরো চার ওভার বোলিং করতে পারেননি তিনি, উইকেট পেয়েছেন মাত্র একটি। ‘আনফিট’ মাশরাফির খেলে যাওয়া নিয়ে সাবেক ক্রিকেটারদের পাশাপাশি প্রশ্ন তুলেছিলেন আরও অনেকেই। এসবের মাঝেই ৩১ জানুয়ারি সিলেটের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনের কারণেই বিপিএল থেকে সাময়িক বিরতি নিচ্ছেন মাশরাফি। ব্যস্ততা কমলে আবারও মাঠে নামবেন মাশরাফি, জানানো হয়েছিল এমনটাই।
তবে গতকাল সিলেট কোচ রাজিন জানালেন, মাশরাফির এবারের আসরে আর ফেরার সম্ভাবনা নেই, ‘অফিসের দায়িত্ব নিয়ে সে খুবই ব্যস্ত। এ মৌসুমে তার ফেরার সম্ভাবনা খুবই কম। যেহেতু সে এখন ফিরতে পারছে না, আগামী মৌসুমে আরও ভালোভাবে কামব্যাক করবে।’
৯ ম্যাচে ৩ জয় ও ৬ পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে সিলেট। প্লে অফে খেলার সম্ভাবনা তাই খুবই ক্ষীণ।
সারাবাংলা/এফএম