রাজশাহীতে ৫ দিনের স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো শুরু
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৪
রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহী শাখার আয়োজনে প্রথমবারের মতো শুরু হলো তথ্যপ্রযুক্তি পণ্যের জাঁকজমকপূর্ণ প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪, রাজশাহী’।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রতিমন্ত্রী ও সিলেট সিটি মেয়রের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাসিক মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক দেন আয়োজকরা।
সিসিক মেয়র আনোয়রুজ্জামান চৌধুরী বলেন, রাজশাহীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আমি তার কাজে অভিভূত। সিলেটকে রাজশাহীর মতো করে সাজাতে চাই। রাজশাহীকে মডেল হিসেবে নিতে চাই।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৫ বছরে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। এখানেই আমরা থামব না। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছি। স্মার্ট রাজশাহীর মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। স্মার্ট রাজশাহীর মডেল সারাদেশে ছড়িয়ে দিতে চাই।
রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা অবকাঠামো উন্নয়নে এগিয়ে গেছি। এবার কর্মসংস্থান তৈরি করতে চাই। সেই লক্ষ্যে দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাজশাহী সিটি করপোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। সেখানে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে। তারা ফ্রিল্যান্সিং করে ডলার আয় করতে পারবে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম, বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, ঝিজিয়াং ইউনিভিউ টেকনোলজি কোম্পানি লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের কারিগরি পরিচালক আর্নল্ড লিউ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর, বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান ও প্রদর্শনীর আহ্বায়ক এ এফ কাশেমী সোহেল, ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম মুসফিক-উস-সালেহীন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলামসহ প্লাটিনাম স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট রাজশাহীর শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৭০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ‘স্বপ্নচূড়া প্লাজা’র তৃতীয় ও চতুর্থ তলায় থাকছে প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিপণন কেন্দ্র। প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৭৫টি স্টল ও ৯টি প্যাভেলিয়ন অংশ নিচ্ছে।
মেলায় প্রযুক্তিপণ্য কিনলে মিলবে আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের ওপর লটারি হবে। ড্রতে মিলবে আকর্ষণীয় উপহার। দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা আছে। এ ছাড়া প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে দুটি সেমিনার ও বিটুবি সেশন। এক্সপোতে প্রবেশমূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী ও সংবাদকর্মীরা টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সারাবাংলা/টিআর