Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানের আগেই বাজার চড়া পেঁয়াজের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১১

ঢাকা: মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে ভালো মানের পেঁয়াজ  ১৩০-১৪০ টাকা কেজি ও মাঝারি মানের পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। যা গত সপ্তাহে মান ভেদে ছিল ১০০ থেকে ১১৫ টাকা কেজি। এখনই পেঁয়াজের বাজার চড়া হওয়ায় রমজানের আগে নিত্যপণ্যটির দাম কেমন হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা।

এদিকে ভালো মানের রসুন ২২০-২৩০ টাকা ও মাঝারি মানের ১৯০-২০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

শ্যামলী থেকে বাজার করে ফেরার পথে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এলিনা বেগম সারাবাংলাকে বলেন, ‘পেঁয়াজের দাম প্রতি সপ্তাহেই বাড়ছে। গত সপ্তাহে কিনেছি ১২০ টাকা দরে, আজ কিনলাম ১৩০ টাকা করে। এখনই যদি পেঁয়াজের কেজি ১৩০ টাকা হয়, তাহলে রোজায় কী হবে?’

মাহবুবা বেগম নামে রাজধানীর আদাবর এলাকার এক গৃহিণী সারাবাংলাকে বলেন, এখন পেঁয়াজের দাম অন্য সময়ের তুলনায় অনেক বেশি‌। যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, তাতে রোজায় পেঁয়াজ কেনা আমাদের জন্য আরও কষ্টকর হবে।

মোহাম্মদ কৃষি বাজারে রেজা রহমান নামের ক্রেতার সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘১৩০ টাকা কেজি পেঁয়াজ আর ২০০ টাকা কেজি দরে রসুন কিনলাম। পেঁয়াজের দাম তো থামছে না। সামনের রোজায় পেঁয়াজের গলায় লাগাম পড়াবে কে? সামনের রোজায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে এখনই উদ্যোগ নেওয়া জরুরি।’

আগারগাঁওয়ের বিএনপি বাজারের পেঁয়াজ বিক্রেতা মাইন উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘দুদিন আগেও পেঁয়াজের দাম কেজিপ্রতি বর্তমানের চেয়ে ১০-১৫ টাকা কম ছিল। আজ ভালো মানের পেঁয়াজ ১৩০-১৩৫ টাকা কেজি, মাঝারি মানের পেঁয়াজ ১২০ টাকা এবং একেবারে ছোট আকারের পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

মোহাম্মদপুর কৃষি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ছে। সামনের দিনগুলোতে আরও বাড়বে‌। পাইকারি বাজারে দাম বেড়েছে। এজন্য আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

শ্যামলীর পেঁয়াজ-রসুনসহ অন্যআন্য সবজি বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, ‘দুদিন আগেও পেঁয়াজ বিক্রি করছি ১২০ টাকা। আজ ১৩০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

মোহাম্মদপুর কৃষি বাজারের মোহাম্মদ শরীফ বলেন, ‘দেশে উৎপাদিত পেঁয়াজে স্থানীয় বাজারের চাহিদা পূরণ হয় না। এ কারণে প্রতিবছরই পেঁয়াজ আমদানি করতে হয়। সামনে রমজান মাস। এখনি পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। আর পেঁয়াজ পরিবহনকালে পথে পথে যানবাহন থেকে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করতে হবে। এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করি।’

সারাবাংলা/কেআইএফ/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর